কামাল লোহানীর মৃত্যুতে বিএসএমএমইউ উপাচার্যের শোক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২১ জুন ২০২০

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

রোববার (২১ জুন) এক শোকবার্তায় বিএসএমএমইউ উপাচার্য বলেন, একুশে পদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী ছিলেন প্রগতির আলোকবর্তিকা। অসাম্প্রদায়িক চেতনাকে এগিয়ে নিতে তিনি অনন্য সাধারণ অবদান রেখে গেছেন। সংগঠক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ।

তিনি বলেন, সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি আজীবন প্রগতিশীল ও সুস্থ ধারার সংস্কৃতিকে বেগবান করতে নিরলসভাবে কাজ করে গেছেন। বাঙালি জাতি তার অবদানকে চিরদিন স্মরণে রাখবে।

উল্লেখ্য, শনিবার (২০ জুন) সকালে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামাল লোহানীতিনি করোনা আক্রান্ত ছিলেন

এমইউ/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।