ইয়েমেনে সংঘর্ষে ২০ সেনা নিহত


প্রকাশিত: ০১:০৪ পিএম, ০২ নভেম্বর ২০১৪

ইয়েমেনের হোদাইদাহ প্রদেশে শনিবার বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ২০ সেনা সদস্য নিহত হয়েছে। এ সময় সন্দেহভাজন তিন আল কায়েদা সদস্যও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।


পশ্চিমাঞ্চলীয় ওই প্রদেশে সন্দেহভাজন আল কায়েদা সদস্যরা সেনা সদস্যদের ওপর হামলা চালালে এ ঘটনা ঘটে।
হোদাইদাহে দায়িত্বরত নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, একটি প্রশাসনিক ভবনে আল কায়েদার সদস্যরা হামলা চালালে ২০ সেনা সদস্য নিহত হয়। এ সময় বিদ্রোহীরা চারটি পুলিশ কার নিয়ে যায়।


তিনি আরও জানান, এ ঘটনার পর অধিকতর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আবেদনে সাড়া দেয়নি কেন্দ্রীয় কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় এখনও সহিংসতা চলছে।এর আগে গত সপ্তাহে আল বাইদা প্রদেশে আল কায়েদার চালানো আত্মঘাতী বোমা হামলায় ৩৩ জন নিহত হয়।


প্রসঙ্গত, দেশটির রাজধানী সানা শহরের নিয়ন্ত্রণে রয়েছে শিয়াভিত্তিক হাউথি বিদ্রোহীরা। তাদের সঙ্গে আল কায়েদাসহ সুন্নিভিত্তিক দলগুলোর বিরোধ রয়েছে। - রয়টার্স

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।