তাজিয়া মিছিলে বিস্ফোরণের ঘটনায় বিএনপি হতবাক


প্রকাশিত: ০৭:১৪ এএম, ২৪ অক্টোবর ২০১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, দু’জন বিদেশি নাগরিক হত্যার আজও তার কোন সুরাহা হল না। অথচ এরই মধ্যে শিয়াদের তাজিয়া মিছিলে বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। তিনি বলেন, এগুলো কিসের আলামত। এমন ঘটনাতো বাংলাদেশে আগে ঘটেনি। এসব ঘটনায় বিএনপি হতবাক।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দেশের চলমান সংকটকে গণতন্ত্রের সংকট উল্লেখ করে  বিএনপির এই নেতা বলেন, সংসদে গণতন্ত্র নেই। পৃথিবীর কোথাও বিরোধী দল বিহীন সংসদ এমনভাবে চলতে পারে না। এই সংকট থেকে উত্তরণে আন্দোলনের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তুলতে সরকারকে বাধ্য করতে হবে।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও সহ-সেচ্চাসেবক সম্পাদক এবিএম মোশাররফ হোসন প্রমুখ।

এএস/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।