ঢাকা-সুনামগঞ্জ রেল যোগাযোগের দাবি


প্রকাশিত: ০৭:০১ এএম, ২৪ অক্টোবর ২০১৫

সুনামগঞ্জ জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে ভাটিবাংলা উন্নয়ন পরিষদ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবি জানিয়ে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, হাওরের রাজধানী বলে খ্যাত সুনামগঞ্জ জেলার পাথর, মাছ, ধান সারা বাংলার প্রাণ। জেলার ১১টি উপজেলার মধ্যে মাত্র ৫টি উপজেলার সঙ্গে জেলা শহরের সড়ক যোগাযোগ আছে, বাকি উপজেলাগুলোর কোন প্রকার যাতায়াত ব্যবস্থাই নেই। সুনামগঞ্জ জেলা শহর থেকে সিলেট হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয় একটিমাত্র সড়ক পথে। একটি মাত্র সড়ক পথের উপর নির্ভরশীল হওয়ায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।

বক্তারা আরো বলেন, মাত্র ৪৬ কিমি রেলপথ তৈরির মধ্যদিয়ে সুনামগঞ্জ জেলাকে রেলপথের আনা সম্ভব। কারণ সিলেট থেকে ছাতক পর্যন্ত রেলপথ আছে। এই ৪৬ কিমি রেলপথ বাস্থবায়নের মাধ্যমে হাওরে বসবাসরত মানুষের জীবনের মান ইতিবাচক উন্নয়ন সম্ভব। হাওরের মানুষের জীবনের প্রাণের সঞ্চার করতে পারে এই রেলপথ।

আয়োজক সংগঠনের পক্ষে বোরহান উদ্দীনের সভাপতিত্বে ভাটিবাংলা উন্নয়ন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ঢাকাস্থ সুনামগঞ্জ জেলার সাধারণ জনগন মানববন্ধনে অংশ নেন।

এএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।