রায় বাস্তবায়নে সব চেষ্টা করবে সরকার : আইনমন্ত্রী
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের রায় বাস্তবায়নে যা যা প্রয়োজন তা সরকার করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক। রোববার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায়ে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। এ সময় মীর কাসেম আলীর রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
তিনি সাংবাদিকদের আরও বলেন, আইন বিভাগ স্বাধীন। প্রসিকিউশনে যারা ছিলেন তাদের থেকে যতটুকু শুনেছি তাতে বলা যায়, যথেষ্ট স্বচ্ছ ভিত্তির উপর দাঁড়িয়েই এ রায় প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, মীর কাসেম আলীর বিরুদ্ধে আনীত অভিযোগের ১৪টির মধ্যে ১০টি প্রমাণিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রবিবার তার ফাঁসির রায় ঘোষণা করেন।