এএসআই হত্যা : মামলা ডিবিতে, তদন্ত কমিটি গঠন


প্রকাশিত: ০৬:০৮ এএম, ২৪ অক্টোবর ২০১৫

রাজধানীর দারুসালাম থানাধীন গাবতলী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা হত্যার ঘটনায় মামলা (মামলা নং ৬০) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার রাতেই উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। অন্যদিকে এ ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিন সদস্যের এই কমিটিতে প্রধান করা হয়েছে অতিরিক্ত কমিশনার (ক্রাইম) শেখ মোহাম্মদ মারুফ হাসানকে। অন্য দুই সদস্য হচ্ছেন- উপকমিশনার (মিরপুর) কাইয়ূম উজ্জামান এবং গোয়েন্দা পুলিশের উপকমিশনার সাজ্জাদুর রহমান।

 এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে হত্যাকাণ্ডের রাতেই ঘটনাস্থল থেকেই মাসুদ রানা নামে একজনকে আটক করে পুলিশ।
 
পুলিশের দাবি, আটকদের কাছ থেকে ‘গুরুত্বপূর্ণ’ তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা হয়েছে বিস্ফোরক-বোমা। এ ব্যাপারে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জাগো নিউজকে বলেন, উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা হত্যার ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। অন্যদিকে একই ঘটনায় অভিযান ও তল্লাশি চালিয়ে হাজারীবাগ থানাধীন এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতেই দায়েরকৃত হত্যা মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ডিএমপি’র উপ-কমিশনার (ডিসি মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, মামলাটি ডিবি পশ্চিম বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিসি সাজ্জাদুর রহমানের তত্ত্বাবধানে মামলাটি তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।
 
পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন,  গ্রেফতার মাসুদের তথ্য অনুযায়ী কামরাঙ্গীরচরের একটি আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক-বোমা উদ্ধার করা হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে হোতাকে শনাক্ত করা যাবে বলে আশা করছি।
 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর গাবতলীতে পর্বত সিনেমা হল সংলগ্ন এলাকায় দুই দুর্বৃত্তের ব্যাগ তল্লাশি করতে গিয়ে ছুরিকাঘাতে আহন হন এএসআই ইব্রাহিম মোল্লা। পরে সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
 
নিহত এএসআই ইব্রাহিম মোল্লার বাড়ি বাগেরহাট জেলার কচুয়া থানার সোনারকুলি ইউনিয়নের পালপাড়া গ্রামে। গত দেড় বছর যাবত তিনি দারুস সালাম থানায় কর্মরত ছিলেন।

জেইউ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।