সাড়ে ছয় হাজারের বেশি গর্ভবতীকে সেনাবাহিনীর সেবা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৫ পিএম, ২০ জুন ২০২০
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত ৬ হাজার ৬৫৬ জন গর্ভবতী মা’কে সেবা দিয়েছে সেনাবাহিনী। এরমধ্যে ৩৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর মাসব্যাপী গর্ভবতী মায়েদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৯ জুলাই পর্যন্ত এই স্বাস্থ্যসেবা চলমান থাকবে বলে আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানায়।

জেপি/এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।