পাকিস্তানে শিয়াদের শোভাযাত্রায় বোমা বিস্ফোরণে নিহত ১৬


প্রকাশিত: ০২:২৭ এএম, ২৪ অক্টোবর ২০১৫

পাকিস্তানের সিন্ধু প্রদেশে আশুরা উপলক্ষে শিয়াদের একটি শোভাযাত্রায় বোমা বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। শুক্রবার সন্ধ্যার দিকে এ হামলা হয় বলে জাকোবাবাদ জেলা পুলিশের কর্মকর্তা জাফর ইকবাল আওয়ান জানিয়েছেন। খবর এএফপির।

পবিত্র আশুরা উপলক্ষে শহরের প্রধান শোভাযাত্রায় অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শিয়া সম্প্রদায়ের লোকজন। তখন এ হামলার ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার বেলুচিস্তানের একটি শিয়া মসজিদে বোমা হামলায় ১০ জন নিহত হয়।

শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলা চালানো হয় জানিয়ে জাফর ইকবাল বলেন, বোমা হামলায় কমপক্ষে ৪০ ব্যক্তিকে সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আত্মঘাতী বোমা হামলাকারীর মাথা ও শরীরের অন্যান্য অংশ পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুব দ্রুত অ্যাম্বুলেন্স ও অটোরিকশাযোগে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে শিশুও রয়েছে। হামলার ঘটনায় কিছু বিক্ষোভকারী হাসপাতাল চত্বরে জড়ো হয় এবং বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে।

মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র ইমাম হোসেনের (রা.) শহীদ দিবস স্মরণে শুক্রবার পাকিস্তানের প্রধান শহরগুলোতে সমবেত হয়ে শোভাযাত্রা করে শিয়ারা।

উল্লেখ্য, পাকিস্তানের জনসংখ্যার ২০ শতাংশ শিয়া মুসলমান, বাকিরা প্রধানত সুন্নি মুসলিম।

জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।