মোহাম্মদ নাসিমের সংসদীয় আসন শূন্য ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১৮ জুন ২০২০

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমের সংসদীয় আসন সিরাজগঞ্জ-১ শূন্য ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সংসদ সচিবালয় তার আসনটি শূন্য ঘোষণা করে।

বুধবার (১৭ জুন) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য মোহাম্মদ নাসিম ১৩ জুন মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ৬২ সিরাজগঞ্জ-১ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।’

উল্লেখ্য, আটদিন মৃত্যুর সঙ্গে লড়ে ১৩ জুন বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ। সিরাজগঞ্জ-১ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। প্রতিবারই তিনি আওয়ামী লীগের এমপি হিসেবে নির্বাচিত হন।

আসন শূন্য হওয়া সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা থাকলেও করোনাভাইরাসের কারণে সব ধরনের নির্বাচন স্থগিত রয়েছে।

এইচএস/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।