চিকিৎসককে পিটিয়ে হত্যা: চট্টগ্রামে টেলিমেডিসিন সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৮ জুন ২০২০
ডা. আব্দুর রকীব খান

খুলনায় রোগীর স্বজনদের হামলায় চিকিৎসক নিহতের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে টেলিমেডিসিন সেবা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে টেলিমেডিসিন সেবা বন্ধের এ ঘোষণা দেয় বিএমএ। সেবা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান।

প্রসঙ্গত, গত ১৫ জুন রাতে খুলনার গল্লামারী এলাকার রাইসা ক্লিনিকের মালিক ডা. আব্দুর রকীব খানের (৫৯) ওপর এক রোগীর স্বজনরা হামলা চালায়। পরদিন সন্ধ্যায় খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাস ধরে চট্টগ্রামে চিকিৎসকরা তাদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন। এর মধ্যে টেলিমেডিসিন সেবা বন্ধ থাকায় চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থার অবনতির আশঙ্কা করছে সচেতন মহল।

বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান জাগো নিউজকে বলেন, মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে সারাদেশের মতো চট্টগ্রামেও আমরা টেলিমেডিসিন সেবা চালু করেছিলাম। কিন্তু খুলনায় যা ঘটলো তা মর্মান্তিক। রোগীর স্বজনরা একজন ডাক্তারকে পিটিয়েই মেরে ফেললো। এর প্রতিবাদে আমরা টেলিমেডিসিন সেবাটা বন্ধ করে দিয়েছি। আমরা চাই ডাক্তার হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা হোক, যাতে এমন কোনো ন্যক্কারজনক ঘটনা আর না ঘটে।

বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী জানান, খুলনার ডা. মো. আব্দুর রাকিব খান হত্যার প্রতিবাদে টেলিমেডিসিন সেবা বন্ধ রাখার বিষয়ে বিএমএ চট্টগ্রাম শাখার অধিকাংশ চিকিৎসক একমত হয়েছেন। গত ২৯ মার্চ থেকে তাদের প্রায় ১৫০ জন সদস্য প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টেলিমেডিসিন সেবা দিয়ে আসছিলেন।

আবু আজাদ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।