বিজয়া দশমীতে নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জন
নারায়ণগঞ্জে বিদায় দেয়া হলো দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে। শেষ হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী বছর ফিরে পাওয়ার প্রত্যাশা নিয়ে ভক্তরা সজল চোখে বিদায় দিয়েছেন দেবী দুর্গাকে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর থেকেই নারায়ণগঞ্জ শহরের পূজামণ্ডপ থেকে প্রতিমাগুলো গাড়িতে করে নেয়া হয় শহরের ৩নং মাছ ঘাট এলাকাতে। এসময় শহরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খোলা ট্রাক, পিকআপ ভ্যানসহ বিভিন্ন খোলা যানে করে প্রতিমাগুলো নেয়া হয় ঘাটে।
৩নং মাছ ঘাটে তৈরি করা হয়েছিল একটি অস্থায়ী মঞ্চ। ওই স্থানে বিসর্জন দেয়া হয় শীতলক্ষ্যার টলমলে পানিতে। এছাড়া ফতুল্লার প্রতিমাগুলো বুড়িগঙ্গা, সোনারগাঁও ও আড়াইহাজারের প্রতিমা মেঘনায় বিসর্জন দেওয়া হয়। বিসর্জন চলে গভীর রাত অবধি।
এছাড়া দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের প্রতিটি মন্দিরে ছিলো দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। সপ্তমীর দিন থেকে নবমী পর্যন্ত প্রতিটি মন্দিরে দর্শনার্থীদের জন্য ছিলো আলোকসজ্জা, থিম, সাউন্ডসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রসঙ্গত, এ বছর নারায়ণগঞ্জ জেলার ১৯৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে নারায়ণগঞ্জ শহরে ৩৪টি, ফতুল্লায় ২৬টি, সিদ্ধিরগঞ্জে ৮টি, রূপগঞ্জে ৪৩টি, সোনারগাঁও ২৯টি, বন্দরে ২৩টি ও আড়াই হাজারে গত বছরের মতো ৩০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
শাহাদাৎ হোসেন/এসএইচএস