ফতুল্লায় যুবক হত্যার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৩ অক্টোবর ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লার নিশ্চিন্তপুর এলাকায় প্রকাশ্যে কুপিয়ে যুবক হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার দুপুরে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, জাহাঙ্গীর হোসেন ও বশির খান। তারা কুতুবপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী কিলার মোক্তার বাহিনীর সদস্য।

এদিকে আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত বিল্লালের মা শাহিদা বেগম বাদী হয়ে সন্ত্রাসী কিলার মোক্তারসহ ১৩ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। নিহত বিল্লাল ফতুল্লার উত্তর দেলপাড়া এলাকার মৃত. মোহাম্মদ আলীর ছেলে।

মামলায় উল্লেখ করা হয়েছে, বিল্লাল পোস্তগোলা এলাকায় ট্রাকের ওয়ারিং মিস্ত্রির কাজ করতো। প্রায় ৬ মাস পূর্বে নিশ্চিন্তপুর এলাকার সুরুজ মিয়া ৯৫০০ টাকা বিল্লালের কাছ থেকে ধার নেয়। সেই টাকা চাওয়ায় সুরুজ, কিলার মোক্তার, তানভির, মানিক, অনিক, লোকমান, নিজাম, সোহরাব, শাকিল, লিটন, পাকনা শাকিল, রাসেল ও রাজিব সহ অজ্ঞাত ১০ জন মিলে বিল্লালকে হত্যার পরিকল্পনা করে। সেই মতে ২১ অক্টোবর সকালে নিশ্চিন্তপুর এলাকায় বিল্লালকে পেয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই নাহিদ আহমেদ জাগো নিউজকে জানান, ঘটনার পর ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে একজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে অপরজনকে আগামী রোববার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

শাহাদাৎ হোসেন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।