কাতার এয়ারওয়েজের অফিস সাময়িক বন্ধ, ফোন-ইমেইলে টিকিট বুকিং

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৯ পিএম, ১৭ জুন ২০২০

কাতার এয়ারওয়েজের তেজগাঁওয়ের অফিসে টিকিট প্রত্যাশী প্রবাসীদের অতিরিক্ত ভিড়ের কারণে অফিসটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুকিং সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের ফোনে বা ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

কাতার এয়ারওয়েজ বলছে, করোনাকালীন সামাজিক দূরত্ব নীতি মেনে না চলায় অফিস বন্ধ করা হয়েছে। বুধবার কাতার এয়ারওয়েজের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কাতার এয়ারওয়েজ জানায়, গত ১৬ জুন থেকে কাতার এয়ারওয়েজ প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। এ জন্য তারা বিভিন্ন গন্তব্যে টিকিট বিক্রি শুরু করে। টিকিটের প্রচুর চাহিদা থাকায় বাংলাদেশ অফিসে (তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়) যাত্রীরা ভিড় করেন। তারা সামাজিক দূরত্ব নীতি পালনে ব্যর্থ হয়। তাই গ্রাহক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে অফিস বন্ধ করা হলো। সবার কাছে অনুরোধ বুকিং সংক্রান্ত তথ্যের জন্য ফোন বা ইমেইলে যোগাযোগ করুন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ সিভিল এভিয়েশনের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব নীতি নিশ্চিত করতে প্রতিটি ফ্লাইটে ২৫ শতাংশ আসন খালি থাকবে।’

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।