এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলেন করোনায় আক্রান্ত বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ১৭ জুন ২০২০
ফাইল ছবি

প্রাণঘাতী করোনায় আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এভারকেয়ার হাসপাতালে (আগের অ্যাপোলো হাসপাতাল) ভর্তি হয়েছেন।

শারীরিকভাবে খুব বেশি অসুস্থ না হলেও বুধবার (১৭ জুন) সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন বলে জাগো নিউজকে জানিয়েছেন মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার।

বুধবার সন্ধ্য সোয় ৭টার দিকে তিনি বলেন, করোনা পজেটিভ হওয়ায় কিছুক্ষণ আগে মন্ত্রী এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে মন্ত্রী নিজেই করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

জানতে চাইলে বুধবার বিকাল ৫টার দিকে বাণিজ্যমন্ত্রী জাগো নিউজকে বলেন, ‘করোনার কিছু উপসর্গ দেখা দিলে বুধবার সকাল ৯টায় করোনা টেস্টের জন্য স্যাম্পল দিই। কিছুক্ষণ আগে নমুনার রেজাল্ট পজিটিভ আসে।’

করোনায় আক্রান্ত হলেও শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী। এভারকেয়ার হাসপাতালে ভর্তি হবেন বলেও জানান তিনি।

এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী মারা গেছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এমইউএইচ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।