গ্রামের বাড়ির উদ্দেশ্যে ইব্রাহিমের মরদেহ


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২৩ অক্টোবর ২০১৫

দারুসালাম থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লার নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি বাগেরহাটেরে উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে মরদেহবাহী এম্বুলেন্স।
 
এরআগে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে শুক্রবার বাদ জু্মা রাজারবাগ পুলিশ লাইনের কেন্দ্রীয় মসজিদে জানাজা নামাজের আয়োজন করা হয়।
 
ডিএমপির উপ-কমিশনার (ডিসি মিডিয়া) ‍মুনতাসিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, জুমার নামাজের আগেই ঢামেক মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর জানাজাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন শেষে ইব্রাহিমের মরদেহ রাজারবাগ পুলিশ লাইনে নেয়া হয়।
 
তিনি আরো বলেন, জানাজা শেষে বিকেলেই মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে তার আত্মীয়-স্বজনরা। সঙ্গে আছেন মোল্লার ভগ্নিপতি জামাল হায়দার, স্ত্রী খায়রুন নেসা ও অন্যান্য আত্মীয়-স্বজন।

এর আগে নামাজে জানাজায় অংশ নেন পুলিশ মহপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি অ্যান্ড প্রসিকিউশন) শেখ মোহাম্মদ মারুফ হাসান, মিরপুর বিভাগের উপ-কমিশনার(ডিসি) কাইয়ুমউজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
 
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর দারুসালাম থানাধীন গাবতলীর পর্বত সিনেমা হল সংলগ্ন এলকায় ‍দুই দুর্বৃত্তের ব্যাগ তল্লাশি করতে গিয়ে ছুরিকাঘাতে আহন হন ইব্রাহিম মোল্লা। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

জেইউ/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।