চাকরি জাতীয়করণের দাবিতে সিএইচসিপিদের আল্টিমেটাম


প্রকাশিত: ১২:২২ পিএম, ২৩ অক্টোবর ২০১৫

চাকরি জাতীয়করণের দাবিতে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সময় বেধে দিয়েছে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)। বৃহস্পতিবারের মধ্যে দাবি মানা না হলে ওইদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচিরও ঘোষণা দেয়া হবে বলেও জানান তারা।

শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত দিনব্যাপী মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচির সমাপনী বক্তব্যে এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. শহীদুল ইসলাম।

সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এতে সারাদেশ থেকে কমিউনিটি ক্লিনিকে কর্মরত প্রায় তিন শতাধিক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অংশ নেন।

সমাবেশে বক্তারা অবিলম্বে সরকারকে সিএইচসিপিদের চাকরি জাতীয়করণের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে কঠোর কর্মসূচির দেয়ার হুমকি দেন। বক্তারা বলেন, "আমরা মারামারি হানাহানি চাই না, আমরা একমুঠো ভাত চাই। আমাদের একটাই দাবি যে, আমাদের চাকরি অবিলম্বে জাতীয়করণ করতে হবে।"

মানব সেবায় নিজেদের দায়িত্ব অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তারা বলেন, "আমরা গ্রামগঞ্জে সাধারণ মানুষদের  চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন অভ্যহত রাখবো। কিন্তু আমরা আমাদের চাকরি রাজস্বকরণ চাই। অন্যথায় আমরা রাস্তায় নামতে বাধ্য হবো। আমরা চাই না সরকার আমাদের রাস্তায় নামতে বাধ্য করবে।"

আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে আন্দোলন দমানো যাবে না বলে হুশিয়ারি উচ্চারণ করে তারা আরো বলেন, "আইনশৃঙ্খলা বাহিনীর ভয় দেখিয়ে সিএইচসিপিদের আন্দোলনকে কখনো দমানো যাবে না। কারণ তারা দাবি আদায়ে প্রয়োজনে পুলিশের লাঠিচার্য, র্যাব, বিজিবির গুলি খেতেও প্রস্তুত রয়েছে।"

একটি মহল আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করছে অভিযোগ করে বক্তারা বলেন, একটি মহল সরকারকে বিভ্রান্ত করতে আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের আন্দোলনকে কখনো প্রশ্নবিদ্ধ করতে পারবে না কেউ। কারণ আমরা এখানো কোন রাজনীতি করার জন্য আসিনি। আমরা এসেছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য।

বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. তরিকুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন জেলা, উপজেলা ও বিভাগীয় শহরের সিএইচসিপি নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এমএইচ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।