পরকীয়ার টানে বিজিবির সদস্য পিরোজপুরে


প্রকাশিত: ১১:০২ এএম, ২৩ অক্টোবর ২০১৫

পরকীয়ার টানে সিলেট থেকে পিরোজপুরে এসে জনতার হাতে ধরা পড়েছেন এক বিজিবি সদস্য। মঠবাড়িয়া উপজেলার ঝাউতলা এলাকার বাঁশবুনিয়া গ্রামের জনতা বৃহস্পতিবার রাতে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। আটক জোবায়ের কুমিল্লার বরুড়া উপজেলার ঝাপুড়া গ্রামের মহসিন মজুমদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সিলেটের বিয়ানীবাজার-৫২ ব্যাটালিয়নে কর্মরত বিজিবির সিপাহী জোবায়ের (নং-৮৮৩৩৩)
ল্যান্স নায়েক খায়রুল ইসলামের স্ত্রী সালমা জাহানের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ ঘটনা খায়রুল ইসলাম জানার পর তার স্ত্রীকে একাধিকবার সংশোধন হতে বলেন। কিন্তু তাতে কোনো ফল না হওয়ায় অবশেষে স্ত্রীকে মঠবাড়িয়ার বাঁশবুনিয়ায় শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন।

এ অবস্থায় পরকীয়ার টানে বিজিবি সদস্য জোবায়ের বৃহস্পতিবার সালমা জাহানের বাবার বাড়ি মঠবাড়িয়ায় আসেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের আপত্তিকর অবস্থায় আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জোবায়ের ও সালমা মঠবাড়িয়া থানা হেফাজতে রয়েছেন।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

তদন্ত কর্মকর্তা এসআই মাহবুব জানান, তাদের থানায় রাখা হয়েছে। বিজিবির-৫২ ব্যাটালিয়নে ঘটনাটি জানানো হয়েছে। তারা এসে জোবায়েরকে নিয়ে যাবেন।

হাসান মামুন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।