শনিবার বাসায় ফিরবেন রিয়াজ


প্রকাশিত: ১০:৫০ এএম, ২৩ অক্টোবর ২০১৫

চিত্রনায়ক রিয়াজ আগামীকাল শনিবার হাসপাতাল থেকে মুক্তি পাবেন। এরপর তিনি বাসায় ফিরে যাবেন। তিনি এখন মোটামুটি সুস্থ বলে জানিয়েছেন তার চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার। গত পাঁচদিন ধরেই হৃদরোগে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন রিয়াজ। তার হার্টে চারটি ব্লক ধরা পড়েছে। তার মধ্যে একটিতে রিং পরানো হয়েছে। পরে আরো একটি রিং পরানোর কথা থাকলেও তার আর প্রয়োজন পড়েনি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত সোমবার (১৯ অক্টোবর) উত্তরায় মেহের আফরোজ শাওন পরিচালিত `কৃষ্ণপক্ষ` চলচ্চিত্রের শুটিং চলাকালে তিনি হার্ট অ্যাটাক করেন। পরে ইস্টার্ন হাসপাতালে নেয়া হলে সেখান থেকে অ্যাপোলো হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। হুমায়ূন আহমেদের জন্মদিনে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। রিয়াজের আকস্মিক অসুস্থতায় থমকে গেছে চলচ্চিত্রটির কাজ।

নির্মাতা শাওন জানান, আরো দু`একদিন না গেলে চিকিৎসক কিছুই জানাতে পারছেন না রিয়াজ শুটিংয়ে কবে নাগাদ ফিরতে পারবেন। তিনি আরো জানান, এ পর্যন্ত `কৃষ্ণপক্ষ` ছবির নব্বই শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে। মুক্তির তারিখ ১৩ নভেম্বর এখনো চূড়ান্ত। তবে মুক্তির দিনক্ষণ বদল হলে পরে জানানো হবে।

এনই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।