জবির ওয়েবসাইট পুনরুদ্ধার!
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ওয়েবসাইট হ্যাকারদের কবল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। তবে তা এখনই আপডেট দেয়া হচ্ছে না। শুক্রবার সকালে ওয়েবসাইটটি পুনরুদ্ধার করা হয় বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফেসবুক পেইজ ।
২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পরই ওয়েবসাইটটি হ্যাক করা হলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ ভোগান্তি কমাতে আপাতত ‘ওয়ার্ডপ্রেস-এর একটি ‘ফ্রি’ ব্লগে (www.jnubd.wordpress.com) ফল প্রকাশ ও অন্যান্য কার্যক্রম প্রকাশ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় ফেসবুক পেইজের একটি স্ট্যাটাসে বলা হয়, তবে হ্যাকার কোনো গোপন স্ক্রিপ্ট রেখে যেতে পারে যা দিয়ে পুনরায় হ্যাক করা সম্ভব, সে ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা চলছে। এছাড়াও পূর্বের সাইটটি অনেক পুরনো হওয়ায় এতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না এজন্য নতুন সাইট তৈরি হওয়ার পূর্ব পর্যন্ত এই সাময়িক সাইটটি চলতে থাকবে।
www.jnu.ac.bd থেকে ঢুকতে সমস্যা হলে আপনার ব্রাউজার ক্যাশ পরিষ্কার করে নেয়ার প্রয়োজন রয়েছে।
গত সোমবার জবির ওয়েবসাইটটিআর.ওয়ান. পি.এইচ ৪৭ নামের একটি হ্যাকার গ্রুপ।
সুব্রত মণ্ডল/এমজেড/পিআর