ঠাকুরগাঁওয়ে বড় মাঠের সীমানা প্রাচীরের উদ্বোধন


প্রকাশিত: ০৮:১৩ এএম, ২৩ অক্টোবর ২০১৫

ঠাকুরগাঁও শহরের প্রাণ কেন্দ্র বড় মাঠ। শহরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এ মাটের সীমানা প্রাচীর নির্মাণের। অবশেষে শুক্রবার ঠাকুরগাঁও বড় মাঠের সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর নির্মাণের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এ উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ঠাকুরগাঁও পৌর মেয়র এসএমএ মঈনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফারহাত আহম্মেদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সেলিম খাঁন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, সমাজসেবক মোদাচ্ছের হোসেন, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায়, কাউন্সিলর পারভেজ আলম প্রমুখ।

উল্লেখ্য, ঠাকুরগাঁও পৌরসভার বিএমডিএফ প্রকল্পের অর্থায়নে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের সীমানা প্রাচীর নির্মাণে কাজ করা হবে।

রবিউল এহসান রিপন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।