সিরাজগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে নারী নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব জয়ানপুর গ্রামে মসজিদ নির্মাণ কাজের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক নারী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহত আয়মনা খাতুন (৫৫) একই গ্রামের আকছেদ আলী কুড়ানের স্ত্রী। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এশার নামাজ শেষে মসজিদের কোষাধ্যক্ষ আকছেদ আলী কুড়ানের কাছে মসজিদের নির্মাণ কাজসহ সকল হিসাব চান কয়েকজন গ্রামবাসী। পূর্ব প্রস্তুতি এবং কমিটির সব সদস্যের উপস্থিতি ছাড়া হিসাব দেয়া সম্ভব নয় বলে জানালে দুই পক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আকছেদ আলী কুড়ান ওয়াজ আলী ও হযরত আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। রাতের অন্ধকারে উভয় পক্ষের নারীরাও সংঘর্ষে যোগ দেন।
দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় আকছেদ আলী কুড়ানের স্ত্রী আয়মনা খাতুন ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন। আহতদের মধ্যে আকছেদ আলী গ্রুপের ওয়াজ আলী এবং হযরত আলী গ্রুপের জাহাঙ্গীর হোসেনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জাগো নিউজকে জানান, সকালে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে। তবে কোনো পক্ষই এখনো থানায় অভিযোগ করেনি। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাদল ভৌমিক/এমজেড/পিআর