আশুগঞ্জে ৩৪ কেজি গাঁজাসহ আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩৪ কেজি গাঁজাসহ মো. রুবেল (২৩) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার মধ্যরাতে আশুগঞ্জের সোনারামপুর থেকে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক রুবেল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লামাবাড়ি এলাকার মো. রমজান আলীর ছেলে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. সোহেল হাসানের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোনারামপুর এলাকায় অবস্থান নেয়। এসময় স্থানীয় সানমুন অটো রাইস মিলের সামনে র্যাব সদস্যরা একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-ভ-১৯৭৫) থামার সংকেত দেয়। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে প্রাইভেটকার চালক মো. রুবেলকে আটক করা হয়। এছাড়া মাদক বহনকারী প্রাইভেটকারটিকেও জব্দ করেছে র্যাব।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা ও জব্দকৃত প্রাইভেটকারটির আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর