বাড্ডায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১


প্রকাশিত: ১১:০৩ পিএম, ২২ অক্টোবর ২০১৫

রাজধানীর বাড্ডা থানাধীন ১০০ ফিট স্বদেশ প্রপার্টিজের পাশের এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জহিরুল ইসলাম ওরফে কুত্তা জহির নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-১ ব্যাটালিয়ন সদস্যরা তাকে আটক করতে গেলে বন্দুকযুদ্ধ হয়।

এসময় র‌্যাবের গুলিতে আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া পথে মারা যান তিনি। র‌্যাবের দাবি, বাড্ডা থানাধীন এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও চাঁদাবাজিসহ বেশ কিছু মামলার আসামি ছিলেন জহির।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর অপারেশন অফিসার এএসপি আকরামুল হাসান। তিনি রাত সোয়া ৪টায় জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে ১০০ ফিট স্বদেশ প্রপার্টিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন জরিহুল ইসলাম। এখবরে র‌্যাব সদস্যরা সেখানে উপস্থিত হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জরিহুল র‌্যাবকে উদ্দেশ্য করে ‍গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। এসময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি চালালে জরিুহল গুলিবিদ্ধ হয়। পরে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

এএসপি আকরামুল হাসান বলেন, জহিরুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। মরদেহ এখন ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।