এএসআই হত্যায় জড়িত সন্দেহে আটক ১


প্রকাশিত: ০৬:১২ পিএম, ২২ অক্টোবর ২০১৫

রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইব্রাহিম মোল্লা নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহতের ঘটনায় মাসুদ নামে এক ব্যক্তিকে জড়তি সন্দেহে আটক করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি অ্যান্ড প্রসিকিউশন) শেখ মোহাম্মদ মারুফ হাসানজানান, এএসআই ইব্রাহিম মোল্লা নিহতের ঘটনায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এএসআই ইব্রাহিম মোল্লা নিহত হন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জাগো নিউজকে বলেন, গাবতলীর পর্বত সিনেমা হল এলাকার চেকপোস্টে স্বাভাবিকভাবে হাঁটার সময় দুর্বৃত্তদের কয়েকজন সদস্য হঠাৎ এএসআই ইব্রাহিম মোল্লাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

এএসআই নিহতের খবরে হাসপাতালে ছুটে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার মারুফ আহমেদ, মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) কাইয়ুমুজ্জামান, দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান।

ঘটনার পর গাবতলী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (ডিসি মিডিয়া) মুনতাসিরুল ইসলাম।

এএসআই ইব্রাহিম মোল্লার মরদেহ রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি দারুস সালাম থানায় কর্মরত ছিলেন।

ওসি সেলিমুজ্জামান আরো জানান, নিহতের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া থানার পালপাড়া গ্রামে।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।