নিখোঁজের ১৮ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
জামালপুরের মেলান্দহ উপজেলা থেকে নিখোঁজের ১৮ দিন পর হাবিবুর রহমান নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্কুলছাত্র হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নিজাম উদ্দিন জানান, চলতি মাসের ২ অক্টোবর থেকে নিখোঁজ হয় মেলান্দহ শিহাটা গমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র হাবিবুর রহমান। পরে তার বাবা মো. আব্দুল হাকিম মেলান্দহ থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ দল অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে হত্যার সঙ্গে জড়িত আলোকদিয়া গ্রামের মো. পারভেজকে আটক করে।
পরে পারভেজের স্বীকারোক্তি মতে তার বাড়ির বসত ঘরের পেছন থেকে মৃত হাবিবুরের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে হাবিবুরকে বাড়িতে ডেকে নিয়ে নেশা করিয়ে গলা টিপে হত্যা করা হয়। পরে বাড়ির পেছনে মাটি ঘুড়ে হাবিবুরের মরদেহ পুতে রাখে বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে নিহত হাবিবুরের বাবা মো. আব্দুল হাকিম বাদী হয়ে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
শুভ্র মেহেদী/এমজেড/আরআইপি