মঠবাড়িয়ায় যুবলীগের বাধায় কলেজ উদ্বোধন পণ্ড


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২২ অক্টোবর ২০১৫

মঠবাড়িয়ায় একটি নব গঠিত মহিলা কলেজের আনুষ্ঠানিক উদ্বোধনের দাওয়াতপত্রে ক্ষমতাসীন দলের নেতাদের নাম না থাকায় স্থানীয় যুবলীগের বাঁধার মুখে ওই অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। স্থানীয় যুবলীগ একই স্থানে একই সময়ে কর্মী সভার আহ্বান করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করে সকল প্রকার সভা সমাবেশ স্থগিত করেন। এ নিয়ে ওই এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।

উপজেলার কাকড়াবুনিয়া গ্রামের জনৈক নুর মোহাম্মদ সম্প্রতি ‘কাকড়াবুনিয়া মহিলা কলেজ’ নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেন। ওই কলেজটির উদ্বোধনের জন্য কয়েকদিন ধরে ব্যাপক প্রচার-প্রচারণা ও দাওয়াতপত্র বিলি করা হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান উপস্থিত থেকে ওই কলেজের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ছিল।

ওই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নুর মোহাম্মদ জাগো নিউজকে জানান, কলেজ উদ্বোধনের দাওয়াতপত্রে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ ও বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যানের নাম রেখে সবাইকে দাওয়াত দেয়া হয়েছিল। কিন্তু ওই দাওয়াতপত্রে উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদকদের নাম না থাকার অজুহাতে স্থানীয় যুবলীগ একই স্থানে কর্মী সভার আহ্বান করে।

উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজ জাগো নিউজকে জানান, কলেজের প্রতিষ্ঠাতা নুর মোহাম্মদ একজন বিতর্কিত ব্যক্তি। তিনি বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে কটুক্তি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের আবু জাহেলের নাতি-পুতি আখ্যায়িত করে থাকেন। তাছাড়া কলেজ উদ্বোধনের দাওয়াতপত্রে বর্তমান ক্ষমতাসীনদল আওয়ামী লীগের সভাপতি/সম্পাদকের নাম ও দাওয়াত না দেয়ায় স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে একই স্থানে একই সময় প্রতিবাদ সভার আয়োজন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন জাগো নিউজকে জানান, কলেজ উদ্বোধনের স্থানে একই সময় স্থানীয় যুবলীগ সভা আহ্বান করায় দুটি অনুষ্ঠানের কার্যক্রম স্থগিত করার আদেশ দিয়েছি।

হাসান মামুন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।