ইমনের মানিব্যাগে পিয়া বিপাশা!


প্রকাশিত: ১০:৩২ এএম, ২২ অক্টোবর ২০১৫

একজন বেকার যুবকের কষ্টের পাশাপাশি তার পাওয়া না পাওয়া ভালবাসার গল্প ‘মানিব্যাগ’। মূলত গল্পটি এগোয় একটি অলৌকিক মানিব্যাগকে কেন্দ্র করে। যে মানিব্যাগ সবসময় থাকে ফাঁকা কিন্তু প্রয়োজনের সময় ভর্তি!

চমৎকার এই গল্পের বাকিটা জানা যাবে এস এম সোহেল খানের রচনা এবং মইনুল ওয়াজেদ রাজীব ও এস এম সোহেল খানের যৌথ পরিচালনার ‘মানিব্যাগ’ নাটকে।

নাটকটিতে মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমন ও পিয়া বিপাশা। এছাড়াও রয়েছেন নিঝুম রুবিনা, জিয়া তালুকদারসহ আরো অনেকে।

নাটক সম্পর্কে নির্মাতা মইনুল ওয়াজেদ রাজীব বলেন, ‘এটি একটি শিক্ষামূলক গল্পের নাটক। দর্শক এখানে বিনোদনের পাশাপাশি অনেক কিছুই শিখতে পারবে। নাটকটি সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’

কারিমুল হাই নাঈমের প্রযোজনায় মানিব্যাগ নাটকটি পূজা উপলক্ষে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।