আহত র‍্যাব সদস্যকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ২২ অক্টোবর ২০১৫

টাঙ্গাইলে বন্দুকযুদ্ধে গুরুতর আহত র‍্যাবের এসআই মনিরুল ইসলামকে দেখতে বৃহস্পতিবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি মনিরুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

গত ২১ অক্টোবর টাঙ্গাইলে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হন মনিরুল ইসলাম। পরদিন গুরুতর অবস্থায় তাকে সিএমএইচের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী মনিরুলের প্রয়োজনীয় চিকিৎসার জন্য দিকনির্দেশনা ও উন্নত চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মনিরুলের বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণেই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মাথাচাড়া দিতে পারছে না। তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। তাদের বীরত্বে আমরা গর্বিত।

এসময় র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআর/জেডএইচ/আরআইপি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।