বিকেলে বসছে বাজেট অধিবেশন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ এএম, ১০ জুন ২০২০

অডিও শুনুন

>> বাজেট আলোচনা হতে পারে মাত্র ২০ ঘণ্টা
>> গত বছর হয়েছিল ৬০ ঘণ্টা
>> প্রবীণ ও অসুস্থ সদস্যদের অধিবেশনে না যাওয়ার পরামর্শ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ঝুঁকি ও আতঙ্কের মধ্যে আজ (১০ জুন) শুরু হতে যাচ্ছে চলতি সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন।

বুধবার বিকেল ৫টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে।

সূত্র জানায়, এবার করোনা সতর্কতার অংশ হিসেবে এই বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করা হবে। প্রথম দিন অধ্যাদেশ উত্থাপন ও শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রম শেষ করা হবে। রীতি অনুযায়ী চলতি সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনা শেষে অধিবেশনের মুলতবি হবে।

এরপর বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী (২০২০-২০২১) অর্থবছরের পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করবেন। এবার প্রস্তাবিত বাজেটের ওপর মাত্র পাঁচ দিন আলোচনা হবে। আর পুরো বাজেট পাসের প্রক্রিয়ায় ব্যয় হবে ১০ দিন। সব মিলিয়ে সর্বোচ্চ ২০ ঘণ্টা বাজেট আলোচনা হতে পারে। গত বছর প্রায় ৬০ ঘণ্টা বাজেট আলোচনা হয়েছিল।

সূত্র আরও জানায়, এই অধিবেশন সামনে রেখে জাতীয় সংসদে স্বাস্থ্য সুরক্ষা জোরদার করা হয়েছে। প্রবীণ ও অসুস্থ সংসদ সদস্যদের অধিবেশনে না আসার পরামর্শ দেয়া হয়েছে।

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।