বিজয়া দশমীতে হিন্দু ধর্মাবলম্বীদের মেননের শুভেচ্ছা


প্রকাশিত: ০৯:১৯ এএম, ২২ অক্টোবর ২০১৫

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিজয়া দশমী উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার এক বাণীতে মেনন বলেন, অশুভ শক্তির বিনাস এবং শুভ শক্তির অভ্যুদয় দুর্গা আরাধনার মূল উদ্দেশ্য হিসেবে বিবেচিত। বাঙালি ঐতিহ্যগতভাবেই উৎসব প্রিয়। ধর্ম যার যার উৎসব সবার। এই অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। ঈদ ও পূজাকে ঘিরে জাতীয় জীবনে যে আবেগ সৃষ্টি হয়েছে তা এ সত্যেরই প্রতিফলন হিসেব আজ সর্বত্র প্রতিমান।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিগত কয়েক বছর ধরে যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে তা নজিরবিহীন। পূজামণ্ডপগুলোতে সব ধর্মের মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। এ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সাম্প্রদায়িক সম্পৃতির দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মেনন বলেন, অশুভ শক্তিকে পরাভূত করার দূর্গোৎসবের শিক্ষা অনুসারিদের মধ্যে প্রভাব বিস্তার করতে পারলে তা হবে বিশাল অর্জন।

আরএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।