ষড়যন্ত্র করতে সুবিধা বলেই দীর্ঘদিন লন্ডনে খালেদা


প্রকাশিত: ০৯:১৭ এএম, ২২ অক্টোবর ২০১৫

লন্ডনে বসে ষড়যন্ত্র করতে সুবিধা বলেই বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আমরা নগরবাসী আয়োজিত ‘বঙ্গবন্ধুর আদর্শের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার অবদান শীর্ষক’ এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে পৃথিবীর অন্যতম জালিয়াতী দল আখ্যায়িত করে হাছান মাহমুদ বলেন, তাদের পরবর্তী মিশন হচ্ছে ভারতের মন জয় করা এবং বিদেশিদের দুয়ারে গিয়ে ধরনা দেয়া যা করে কোন লাভ হবে না।

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, যারা জঙ্গীদের অর্থায়ন করছে তাদের সঙ্গ দয়া করে ত্যাগ করে নতুন নেতৃত্ব গড়ে তুলুন। বিএনপির মুখপাত্র আসাদুজ্জামন রিপনের সংবাদ সম্মেলন আদালত অবমাননার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি সাবেক মেয়র সাদেক হোসেন খোকার রায়ের প্রসঙ্গ তুলে হাছান মাহমুদ বলেন, এই রায়ের বিষয়ে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামন রিপন সংবাদ সম্মেলনে বলেছেন, এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং খোকাকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই এ রায় দেয়া হয়েছে যা আদালত অবমাননার শামিল এবং আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। কারণ এই রায় সরকার দেয়নি এটি আদালতের ব্যাপার।

আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হাসিবুর রহমান মানিক, সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন টয়েল প্রমুখ।

এএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।