সিরাজগঞ্জে চালককে হত্যা করে ট্রাক ছিনতাই


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২২ অক্টোবর ২০১৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে চালককে শ্বাসরোধ করে হত্যার পর ট্রাক ছিনতাই করে নিয়ে গেছেন দুর্বৃত্তরা। নিহত চালক জাহাঙ্গীর হোসেন (৪৫) বগুড়া জেলা সদরের ছোট কুমুড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

দুর্বৃত্তরা এসময় ট্রাকের সহকারী হাসানকেও (১৫) আহত করেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সহকারী হাসান জানান, বুধবার রাতে ইউনিলিভার কোম্পানি লিমিটেডের হুইল পাউডার বহনকারী ট্রাকটি (নং-বগুড়া ট ১১/০৭৯৬) চট্টগ্রাম থেকে বগুড়া যাচ্ছিল। পথে ঢাকার চান্দুরা এলাকায় পৌঁছালে যাত্রীবেশে ৪ ছিনতাইকারী ট্রাকটিতে ওঠে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা জোরপূর্বক ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সিরাজগঞ্জ রোড গোলচত্বরে পৌঁছার পর বগুড়ার দিকে না গিয়ে ছিনতাইকারীরা ট্রাকটি নিয়ে পাবনার দিকে রওনা করে। ভোরের দিকে শাহজাদপুর বাঘাবাড়ী ব্রিজ এলাকার বিন্নাবাড়ী নামক স্থানে পৌঁছালে সন্ত্রাসীরা চালক জাহাঙ্গীরকে শ্বাসরোধ করে হত্যা করেন।

এসময় তারা চালকের সহকারী হাসানকেও শ্বাসরোধের চেষ্টা করেন। পরে তাকে মৃত ভেবে ফেলে রেখে তারা ট্রাকটি নিয়ে পালিয়ে যান।    

এ ব্যাপারে শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জাগো নিউজকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে।

বাদল ভৌমিক/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।