ঢাকেশ্বরীতে পূণ্যার্থী দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শেষ দিন শুভ বিজয়া দশমী আজ। একইদিনে দুর্গোৎসবের মহানবমী আনুষ্ঠানিকতা পালন এবং বিজয়া দশমী। শাস্ত্রমতে প্রতিমা বিদায় নিলেও আনুষ্ঠানিকভাবে বিসর্জন হবে আগামীকাল শুক্রবার। আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই রাজধানীর সবচেয়ে বড় পূজা মণ্ডপ ঢাকেশ্বরী মন্দিরে পূণ্যার্থী দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।
গত ১২ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের শুরু হয়েছিল। সনাতন হিন্দুদের ধর্মবিশ্বাস অনুসারে, দেবী দুর্গা তার সন্তানদের নিয়ে মর্ত্যে আসার জন্য মহালয়ার দিন যাত্রা শুরু করেন। আর বিজয়া দশমীতে সন্তানদের নিয়ে স্বর্গে ফিরে যান দেবী। এ বছর দেবী দুর্গা ঘোড়ায় মর্ত্যে এসেছিলেন, আর দোলায় করে ফিরে যাবেন।
মহানগর সর্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর নবমী ও দশমী তিথি একইদিনে থাকায় শাস্ত্রীয় বিধান মেনে পূজার সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।
ঢাকেশ্বরী মন্দিরে কথা হয় সর্বজনীন পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জয়েন্ত সেন দিপুর সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, আজ বিজয়া দশমী হলেও ভক্ত ও দর্শনার্থীরা ঘুরে ঘুরে সারাদিন রাজধানীর বিভিন্ন মণ্ডপে প্রতিমা দেখতে পারবেন। কারণ পূজা উদযাপন পরিষদের সিদ্ধান্ত অনুসারে সারাদেশে প্রতিমা বিসর্জন হবে আগামীকাল শুক্রবার।
ঢাকেশ্বরী পূজা কমিটি সূত্রে জানা গেছে, সকাল ৯টার মধ্যে শাস্ত্রমতে মা দুর্গা বিদায় নিয়েছে। তবে এখন পূণ্যার্থী ও ধর্মমত নির্বিশেষ সকল শ্রেণির দর্শনার্থীরা আসছেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বুধবার অনুষ্ঠিত হয় মহাষ্টমী বিহিত পূজা ও সন্ধিপূজা। আজ (বৃহস্পতিবার) দুপুর ১টায় মন্দির মেলাঙ্গনে ভক্ত, পূণ্যার্থী ও দর্শনার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু হবে। একই সময়ে রক্তদান কর্মসূচি শুরু হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন।
পূণ্যার্থী কাবেরী সরকার জাগো নিউজকে বলেন, মা দুর্গা আজ শাস্ত্রমতে বিদায় নিয়েছে। সকালে বিদায় বেলায় মায়ের কাছে মন ভরে প্রার্থনা করেছি। সকলের মঙ্গল কামনা করেছি বছরটা যেন সবার ভাল যায়।
ছেলে উৎসব ঘোষকে নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে এসেছেন রাজধানীর মুগদা এলাকার গৃহিনী মিতালী ঘোষ। তিনি জানান, শাশুড়ি ও ছেলের খুব ইচ্ছে ঢাকেশ্বরীতে এসে মা দুর্গাকে দেখবে। তাই আসা। সবার মঙ্গল কামনা করে মায়ের কাছে প্রার্থনা করার কথা জানান তিনি।
ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মফিজ উদ্দিন আহম্মেদ জানান, ঢাকশ্বেরী পূজা মণ্ডপ এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো এলাকা সিসি টিভির আওতায় রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি কোনো ধরণের সমস্যা ছাড়াই পূজা উৎসব শেষ হবে।
সর্বজনীন পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জয়েন্ত সেন দিপু বলেন, মা বিদায় নিয়েছেন। কাল আনুষ্ঠানিক বিদায়। এখন উৎসব চলছে। উৎসবে সকল শ্রেণি ধর্মের মানুষ আসছেন। খুবই ভাল লাগছে। এবারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
ভয়েজার্স ক্লাবের পক্ষ থেকে কলকাতা থেকে ১৫ সদস্যের একটি দর্শনার্থী দল এসেছেন। বঙ্গভবনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে আসেন একটি টিম। এছাড়া দূর দূরান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বীরা আসেন।
জেইউ/জেডএইচ