এবার করোনায় আক্রান্ত কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা
এবার কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
সোমবার (৮ জুন) তিনি নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে জ্বর ছিল, সঙ্গে মাথাব্যথাও। গত শনিবার (৬ জুন) করোনা পরীক্ষার জন্য নমুনা দিই, আজ (৮ জুন) রেজাল্ট পাওয়া গেছে করোনা পজিটিভ।’
রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইরপাড়ের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছেন তিনি। পরিবারের অন্য সদস্যদের করোনাভাইরাস পরীক্ষার নমুনা দেয়া হয়েছে। তবে ফল এখনও পাননি বলে জানিয়েছেন কামরুল ইসলাম।
এর আগে গত ১ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
তার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন করোনায় আক্রান্ত হন।
বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন শ ম রেজাউল করিম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠিত হলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান রেজাউল করিম। তার জনসংযোগ কর্মকর্তা হয়ে আসেন ইফতেখার হোসেন।
পরে রেজাউল করিমের দফতর বদল করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। ইফতেখার হোসেনও তার সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের চলে আসেন।
আরএমএম/এমএফ/পিআর