প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র অব্যাহত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিচ্যুত করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আমরা নগরবাসী আয়োজিত ‘বঙ্গবন্ধুর আদর্শের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার অবদান শীর্ষক’ এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
মোজাম্মেল হক বলেন, যতই ষড়যন্ত্রই করা হোক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না। বাংলার জনগন তা প্রতিহত করবে। কোন ষড়যন্ত্রই শেখ হাসিনাকে ক্ষমতাকে থেকে বিচ্যুত করতে পারবে না।
দেশে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে তারা (খালেদা-তারেক) লন্ডনে বসে ষড়যন্ত্র করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মা-ছেলে মিলে লন্ডনে বসে কি ষড়যন্ত্র করছে আল্লাহতালাই ভালো জানেন।
শেখ হাসিনার অবদান বিশ্বের মধ্যে বিস্ময়কর উল্লেখ করে তিনি বলেন, নারীর ক্ষমতায়নসহ দেশের উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনার অবদান বিশ্বের মধ্যে বিস্ময়কর।
আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম, স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হাসিবুর রহমান মানিক ও সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।
এএস/জেডএইচ/পিআর