মঙ্গলবার রাত ১২টা থেকে পূর্ব রাজাবাজার লকডাউন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পূর্ব রাজাবাজার এলাকা আগামীকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১২টার পর থেকে লকডাউন করা হবে।
সোমবার (৮ জুন) মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে ডিএনসিসি এলাকার জন্য গঠিত কমিটির এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান জাগোনিউজকে বলেন, আগামীকাল রাত ১২টা থেকে পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন করা হবে। এমন নির্দেশনার পর থেকে আমরা সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছি।
এএস/এইচএ/পিআর