আজকের জোকস : ২২ অক্টোবর ২০১৫
রফিক তার নিজের দোকানের নতুন কর্মচারি হাবলুকে বললো, `আমি বাড়ি থেকে আসছি, কোনো খদ্দের ফেরাবি না। যা চাইছে তা দোকানে না থাকলে অন্য কোম্পানির কিছু একটা দিয়ে বলবি আজকের মতো চালিয়ে নিতে, কাল এনে দেবো।`
খদ্দের :ভাই টয়লেট পেপার আছে?
হাবলু : না ভাই, শিরিষ কাগজ আছে, আজকের মত চালিয়ে নিন, কাল এনে দেবো।
***
প্রেমিকার বাবা : তুমি কি আমার মেয়ের সব ইচ্ছে পূরণ করতে পারবে?
প্রেমিক : জ্বি, পারবো।
প্রেমিকার বাবা : এত শিওর হচ্ছ কী করে?
প্রেমিক : আপনার মেয়ে বলেছে, সে আমাকে ছাড়া কিছুই চায় না!
***
বাসা ছেড়ে দেয়ার সময় বাড়িওয়ালা বলছেন ভাড়াটেকে, `যাওয়ার আগে আমার বাসা ঠিক আগের মতো করে দিয়ে যাবেন।`
ভাড়াটে : অবশ্যই। কিন্তু ২০০ তেলাপোকা, ৫০টি ইঁদুর আর হাজার খানেক উঁইপোকা আমি এখন কোথায় পাবো, বলুন তো?
***
একদিন এক চায়ের স্টলে হোজ্জা সবাইকে বললেন, `আমি একজন অতিথিপরায়ণ ব্যক্তি।`
`বেশ, তাহলে আজ দুপুরে আমাদের সবাইকে খাওয়ান`, সবচেয়ে চতুরজন কথাটা বলল।
হোজ্জা তাদের নিয়ে নিজ বাসার দিকে রওনা দিলেন। বাড়ির কাছে এসে হোজ্জা বললেন, `আমি আগে আগে বাসায় গিয়ে স্ত্রীকে বলি আর তোমরা আসতে থাকো।`
খবরটা শোনার পর স্ত্রী রেগে আগুন, `ঘরে কোনো খাবার নেই, ওদের ফিরে যেতে বলো।`
`তা পারব না, আমি যে অতিথিপরায়ণ, তার একটা সুনাম আছে।`
`বেশ, তাহলে তুমি ওপরের তলায় গিয়ে বসো; আমি ওদের বলছি তুমি বেরিয়ে গেছ, বাড়িতে নেই।`
এক ঘণ্টা পর অতিথিরা এসে দরজায় ধাক্কা দিল আর বলতে লাগল, `আমাদের ভেতরে ঢুকতে দাও হোজ্জা।` হোজ্জার স্ত্রী দরজা খুলে বেরিয়ে এলেন।
`হোজ্জা তো বাড়ি নেই।`
`সে কী, আমরা তো তাকে বাড়িতে ঢুকতে দেখেছি আর দরজার দিকে লক্ষ রেখেছি তার ঢোকার পর থেকে, বের তো হয়নি!` স্ত্রী চুপ করে গেলেন। ওপরতলার জানালা দিয়ে হোজ্জা পুরোটাই দেখছিলেন। নিজেকে ধরে রাখতে না পেরে জানালা দিয়ে ঝুঁকে বললেন, `আমি কি পেছনের দরজা দিয়ে বাইরে যেতে পারি না?`
এইচএন/পিআর