১১৮১ জনের মুক্তিযোদ্ধার ভুয়া সনদ বাতিল
এক হাজার ১৮১ জনের মুক্তিযোদ্ধার ভুয়া সনদ বাতিল করেছে সরকার। তাদের গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২’ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী গত বছরের ১০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক রোববার (৭ জুন) গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়।
গেজেট বাতিলের প্রজ্ঞাপন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
গেজেট বাতিল হওয়া ব্যক্তিরা বিমান বাহিনী ও বিজিবিতে যোগ দেয়ার সময় গেজেটভুক্ত হয়েছিলেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের পর তারা বাহিনীতে যোগদান করেছিলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানা গেছে, মুক্তিযুদ্ধের পর বাহিনীতে যোগদানকালে নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে তারা গেজেটভুক্ত হয়েছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে তাদের গেজেটভুক্তির কোনো কাগজপত্র ছিল না। পরে বাহিনীগুলোকে মুক্তিযুদ্ধের পর গেজেটভুক্ত হওয়া মুক্তিযোদ্ধাদের তালিকা চাওয়া হয়েছি। এর ভিত্তিতে জামুকার সভায় এদের সনদ বাতিলের সিদ্ধান্ত হয়।
আরএমএম/বিএ/এমএস