এমপি পাপুল কুয়েতে গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০১ পিএম, ০৭ জুন ২০২০
ফাইল ছবি

বাংলাদেশের সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতে গ্রেফতার হয়েছেন। গতকাল রাতে তিনি গ্রেফতার হন বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবুল কালাম। আজ সকালে আটক হওয়ার বিষয়টি জেনেছেন বলে জানিয়েছেন তিনি।

শহীদ ইসলামের বিরুদ্ধে কুয়েতে আদম ব্যবসায় অনিয়ম এবং হাজার কোটি টাকার কারবারে অভিযুক্ত হওয়ার খবর রয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অর্থ ও মানবপাচার এবং ভিসা জালিয়াতির অভিযোগে কুয়েতে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় মোট তিনজন জড়িত ছিল বলে তখন খবর পাওয়া যায়। বাকি দুজন পালিয়েছিলেন। ওই দুজনের একজন শহীদ ইসলাম পাপুল ছিলেন বলে গুঞ্জন রয়েছে।

রাষ্ট্রদূত আবুল কালাম আরও বলেন, পাপুলকে গ্রেফতারের বিষয়ে কুয়েতের সিআইডি বাংলাদেশ দূতাবাসকে এখনও পর্যন্ত কোনো তথ্য দেয়নি। তার বিরুদ্ধে কোনো মামলা আছে -কিনা খোঁজ নেয়া হচ্ছে।

জেপি/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।