বাণী-বচন : ২২ অক্টোবর ২০১৫
বাণী:
কর্ম
কর্ম জীবনকে দেয় সাধুতা।– আমিয়েল
দিন ছোট কিন্তু মানুষের কর্ম ছোট নয়।– স্যামুয়েল রাওল্যান্ড
মানুষ তার কর্মের সন্তান।– সিসেরো
সুকর্ম কখনো হারিয়ে যায় না।– রেসিল
তোমার কর্মই তোমাকে মহিমান্বিত করবে।– লুইস মরিস
বচন:
এত কইরা করি ঘর
তাতেও তারা ভাবে পর।
অর্থ : অতিরিক্ত কাজ করার পরে কর্তাব্যক্তিরা খুশি না হলে- এ কথা বলা হয়।
এসইউ/এইচআর/পিআর