ফেব্রুয়ারিতেই ফিফা সভাপতি নির্বাচন
আগামী বছর ফেব্রুয়ারিতে সেপ ব্লাটারের পরিবর্তে নতুন সভাপতি নির্বাচনের বিষয়টি আবারো ফিফার কার্যনির্বাহী কমিটিতে নিশ্চিত করা হয়েছে। এক বিবৃবিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি জুরিখে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর অর্থ হচ্ছে আগামী সোমবার পর্যন্ত সম্ভাব্য প্রার্থীরা তাদের আগ্রহ লিপিবদ্ধ করার শেষ সময় পাচ্ছে।
১৯৯৮ সাল থেকে ৭৯ বছর বয়সী বিশ্ব ফুটবলের সবচেয়ে শক্তিশালী এই পদে আসীন ছিলেন। দুর্নীতির অভিযোগে চলমান তদন্তের স্বার্থে ব্লাটারসহ উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে ৯০ দিনের জন্য সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করার পরে গত ৯ অক্টোবর থেকে ফিফার কার্যনির্বাহী কমিটিতে একটার পর একটা বিরোধ লেগেই আছে।
মে মাসের নির্বাচনে ব্লাটারের কাছে পরাজিত প্রিন্স আলি বিন হুসেইন এবং ত্রিনিদাদ ও টোবাগোর সাবেক অধিনায়ক ডেভিড নাখিদ ছাড়াও প্লাতিনি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে নির্বাচনের জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
কিন্তু কার্যনির্বাহী কমিটি নিশ্চিত করেছে বহিষ্কারাদেশের কারণে প্লাতিনির মনোনয়নপত্র বিবেচনা করা হবে না। বহিষ্কারাদেশের আগ পর্যন্ত ব্লাটারের উত্তরসূরী হিসেবে প্লাতিনিকেই ফেবারিট হিসেবে ধরে নেয়া হয়েছিল।
এদিকে, সুইজারল্যান্ডের সাবেক ডিফেন্ডার র্যামন ভেগা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা সভাপতি পদে নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে আগ্রহ জানিয়েছেন।
বিএ