চাঁদপুরের মণ্ডপগুলোতে ভক্তদের উপচেপড়া ভিড়


প্রকাশিত: ১০:২৩ পিএম, ২১ অক্টোবর ২০১৫

প্রশাসন ও পূজা কমিটির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় বিপুল উৎসাহ উদ্দীপনায় চাঁদপুরে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। নতুন পোশাক-পরিচ্ছদ পরে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদনের জন্য এসে ভিড় জমায়। পুরোহিতরা চণ্ডিপাঠ ও মন্ত্র উচ্চারণ শেষে শঙ্খধ্বনি দিয়ে দেবীর পায়ে অর্ঘ্য নিবেদন করেন।

এসময় ঢাক-ডোল, কাসর ও ঘণ্টার সঙ্গে উলুধ্বনিতে পুরোমণ্ডপ এলাকা মুখরিত হয়ে ওঠে। আজ (বৃহস্পতিবার) মহা নবমী ও দশমী। শেষ দিনে মন্দিরে মন্দিরে ভক্তদের উপচেপড়া ভিড়। মা দেবীকে পূজা করতে এবার যুবকদের উৎসাহ বেশি লক্ষ্য করা গেছে।

চাঁদপুরে মতলবে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী এবার জেলার নতুন স্থাপিত দাসাদী সূত্রবাড়ী পূজামণ্ডপসহ চাঁদপুর সদর ও হাইমচরের বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন এবং আর্থিক অনুদান ও কাপড় বিতরণ করেন।

এছাড়া জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল ও পুলিশ  সুপার শামসুন্নাহার পূজামণ্ডপ ঘুরে সার্বক্ষণিক তদারকিতে ছিলেন। জেলার আট উপজেলা ও সাত পৌরসভার ১৮৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

ইকরাম চৌধুরী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।