অবশেষে অপসারণ করা হলো সেই খালের মাটি
চাঁদপুর সদর উপজেলার উত্তর ইচলীতে অবৈধভাবে ভরাটকৃত ত্রিমুখী সরকারি খালের মাটি অবশেষে অপসারণ করে খাল অবমুক্ত করা হয়েছে। জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের নির্দেশে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট কামাল মো. রাশেদ ঘটনাস্থলে গিয়ে এলাকার জনপ্রতিনিধিসহ বুধবার খালটি অবমুক্ত করেন।
এতে ইচুলী ও বাগাদী এলাকায় শতশত হেক্টর জমির জলাবদ্ধ পানি নামতে শুরু করেছে। এবার এসব এলাকার কৃষকরা আগামী শীতকালীন মৌসুমে আলু, বোরো ধানসহ বিভিন্ন ফসল চাষা করতে পারবেন। এক কথায় তাদের মাঝে শীতকালীন রবি চাষে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা কেটে গেছে। এ জন্য তারা জেলা প্রশাসক মহোদয়কে কৃতজ্ঞতা জাানিয়েছেন এবং কৃষকদের মাঝে দেখা দিয়েছে স্বস্তি।
এসময় চাঁদপুর সদর উপজেলার ভূমি কর্মকর্তা চৌধুরী আশরাফুল করিম, সদর উপজেলা বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ ঢালী, বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম, কাননগো রাপ্লু মগ। এছাড়া এলাকার মেম্বার, বিভিন্ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খাল উদ্ধারে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট কামাল মো. রাশেদ জাগো নিউজকে জানান, সদর উপজেলার ৯৮নং ইচলী মৌজার ১নং খাস খতিয়ানের সরকারি ত্রিমুখী খাল জনৈক আমিন বেপারীসহ তার ভাইয়েরা দীর্ঘ ৬/৭ মাস আগে অবৈধভাবে ভরাট করে ফেলে।
পরে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আনলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শুরু হয়। অবশেষে বুধবার জেলা প্রশাসনের নির্দেশে খালটি অবমুক্ত করা হয়। এতে শতশত হেক্টর জমির জলাবদ্ধতা কেটে যাবে এবং কৃষকরা আগামী শীতকালীন ফসল উৎপাদন করতে পারবেন।
উল্লেখ্য, এ বিষয়ে জাগো নিউজে সচিত্র সংবাদ মঙ্গলবার প্রকাশিত হয়েছিল। সংবাদ প্রকাশের পর প্রশাসনের টনক নড়ে এবং তাৎক্ষণিক খালটি উদ্ধারে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে ব্যবস্থা গ্রহণ করা হয়।
ইকরাম চৌধুরী/বিএ