চুয়াডাঙ্গায় যুবলীগ নেতাকে গুলি ও বোমা নিক্ষেপ


প্রকাশিত: ০৯:০১ পিএম, ২১ অক্টোবর ২০১৫
চুয়াডাঙ্গায় যুবলীগ ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশ

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপুকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও বোমা হামলা চালানো হয়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনিসহ তার সঙ্গে থাকা নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

জিপু অভিযোগ করে বলেন, তিনিসহ যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী সদর উপজেলার খেজুরা গ্রামে পূজামণ্ডপ পরিদর্শন ও দুর্বৃত্তদের দেয়া আগুনে পোড়া যুবলীগ নেতা তোরাপের বাড়ি দেখতে যাচ্ছিলেন। পথে জাফরপুর  বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছালে অজ্ঞাত ৫-৭ জনের দুর্বৃত্ত তাদের প্রাইভেটকারের গতিরোধ করে।

এ সময় গাড়ি থেকে নামলে অজ্ঞাত দুর্বৃত্তরা জিপুকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিবর্ষণ ও একটি বোমা নিক্ষেপ করে। গুলি ও বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় জিপু প্রাণে রক্ষা পান। হামলার প্রতিবাদে রাত ৯টায় জেলা শহরে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

"
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘গুলিবর্ষণের বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।’

সালাউদ্দীন কাজল/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।