কুমিল্লায় পেট্রলবোমা হামলা : মূল আসামি গ্রেফতার


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২১ অক্টোবর ২০১৫

কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় বহুল আলোচিত পেট্রলবোমা মেরে নৈশকোচের আট যাত্রী হত্যাসহ ১৮ মামলার পলাতক আসামি শিবির ক্যাডার মো. হাসানকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত আটটার দিকে চৌদ্দগ্রাম পৌর এলাকাধীন ফাল্গুনকরা রাস্তার মাথা থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত হাসান চৌদ্দগ্রাম পৌর এলাকার দক্ষিণ ফাল্গুনকরা গ্রামের আবুল কাশেমের ছেলে। রাত ৯টায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ।

Murder-Accused
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জগমোহনপুর এলাকায় চলতি বছরের গত ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকাগামী আইকন পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচে (ঢাকা মেট্রো-ব-১৪-৪০৮০) পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়ে নৈশকোচের আট যাত্রী মারা যান।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ ফরহাদ জাগো নিউজকে জানান, চাঞ্চল্যকর এ মামলার এজাহারনামীয় আসামি শিবির ক্যাডার মো. হাসান। এছাড়া তার বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও নাশকতাসহ বিভিন্ন অপরাধের ১৮টি মামলা রয়েছে। বুধবার রাত আটটার দিকে তিনি তার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন গোপন সূত্রে এমন খবর পেয়ে তাকে ফাল্গুনকরা রাস্তার মাথা থেকে গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসা হয়।

মো. কামাল উদ্দিন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।