বাগেরহাটে ১৩ প্রকল্প পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২১ অক্টোবর ২০১৫

বাগেরহাট জেলায় চলমান ১৩টি মেঘা প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম বাগেরহাটে গেছেন। রূপসা-মংলা রেল লাইন, মংলা অর্থনৈতিক জোন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রসহ বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শনে তার   নেতৃত্বে ১১ সচিবসহ সরকারের উচ্চ পর্যায়ের অর্ধশতাধিক কর্মকতা সেখানে গেছেন।

বাগেরহাট জেলায় সরকারের উচ্চ পর্যায়ের বিপুল সংখ্যক কর্মকর্তার একসঙ্গে এটাই প্রথম আগমন। ময়মনসিংহ ও কক্সবাজার জেলার পর মুখ্য সচিবের নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে ঢাকার বাইরে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এটি তৃতীয় সভা।  

সরকারের উচ্চ পর্যায়ের এ প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ফিরোজ সালাহ্উদ্দিন, বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিবুর রহমান খান, সার্পোট টু ক্যাপাসিটি বিল্ডিং অব বেজার প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) মো. হারুনুর রশিদ, মুখ্য সবিবের একান্ত সচিব ড. মো: শহীদ উল্লাহ, সার্পোট টু ক্যাপাসিটি বিল্ডিং অব বেজার প্রকল্পের সোশ্যাল কনসালটেন্ড মো: আবুল কাদের খানসহ অর্ধশতাধিক সরকারি কর্মকতা।

বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিব মো. আবুল কালামের নেতৃত্বে বাগেরহাট জেলায় বাস্তবায়নাধীন আন্তর্জাতিক নৌরুট মংলা-ঘষিয়াখালী চ্যানেলের খনন কাজের অগ্রগতি, সাড়ে ১৩ হাজার কোটি টাকার রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ, সাড়ে তিন হাজার কোটি টাকায় রূপসা–মংলা রেল লাইন, খানজাহান (রঃ) বিমানবন্দর, মংলার জয়মনির ঘোলে নির্মাণাধীন সাইলো, মংলা ইপিজেড, মংলা বন্দর, বিশেষ অর্থনৈতিক জোন বেপজা, আড়াইশ শয্যার আধুনিক হাসপাতালসহ ১৩টি উন্নয়ন প্রকল্পের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার দিনভর বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে পরের দিন শুক্রবার সকাল ৯টায় মুখ্য সচিবের নেতৃত্বে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ জেলায় সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তাবায়নে অগ্রগতির বিষয়ে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নিয়ে পর্যালোচনা সভা, একই দিন সকাল ১০টায় জেলার সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জেলা উন্নয়ন সমম্বয় কমিটির সভায় মিলিত হবেন।

বুধবার বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন-উল হাসান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মমিনুর রশীদ ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাড. শাহ আলম টুকুসহ বাগেরহাট জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শওকত আলী বাবু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।