‘আমার জীবন, আমার যোগ – বাংলাদেশ’ অনলাইন প্রতিযোগিতা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৫ পিএম, ০৪ জুন ২০২০

আন্তর্জাতিক যোগ দিবস-২০২০ উদযাপনে ‘আমার জীবন, আমার যোগ – বাংলাদেশ’ শীর্ষক এক অনলাইন ভিডিও ব্লগিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয় এবং ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক বিভাগকে নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকায় দেশটির হাইকমিশন।

প্রতিযোগিতায় অংশগ্রহণের সময়সীমা ১৫ জুন ভারতীয় সময়, রাত ১১টা ৫০ মিনিট (বাংলাদেশ সময় ১৬ জুন রাত ১২টা ২০ মিনিট)। প্রতিযোগিতার বাংলাদেশ সংস্করণের বিজয়ীরা আকর্ষণীয় পুরস্কার পাবেন এবং ‘আমার জীবন আমার যোগ’ প্রতিযোগিতার বৈশ্বিক সংস্করণেও অংশ নিতে পারবেন।

এ বিষয়ে ভারতের হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৪ সালে জাতিসংঘের স্বীকৃতি পাওয়ার পর থেকে ২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ব্যাপকভাবে পালিত হয়ে আসছে। এ বছর কোভিড ১৯-এর বিস্তার নিয়ন্ত্রণে বিভিন্ন বিধিনিষেধের কারণে ভারত সরকার অনলাইনে আন্তর্জাতিক যোগ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসাবে ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয় বিশ্বব্যাপী ‘আমার জীবন, আমার যোগ’ নামক অনলাইন ভিডিও ব্লগিং প্রতিযোগিতার আয়োজন করেছে, যেখানে যোগাভ্যাসকারীরা ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে তাদের অভিজ্ঞতা ও যোগ দক্ষতা ভাগ করে নেয়ার সুযোগ পাবেন। বাংলাদেশি যোগাভ্যাসকারীরা অংশ নিতে পারবেন ‘আমার জীবন, আমার যোগ – বাংলাদেশ’ শীর্ষক প্রতিযোগিতায়।

প্রতিযোগিতায় অংশ গ্রহণের বিস্তারিত নির্দেশনা জানতে ক্লিক করুন...

জেপি/এইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।