ইলিশ রফতানি বাড়াতে ধ্বংস করা হবে কারেন্ট জাল
সরকার স্থানীয় চাহিদা মেটানোর পর সারাবিশ্বে ইলিশ রফতানি এবং উৎপাদন বৃদ্ধি করার জন্য মৎস্য নিধনকারী সকল প্রকার জাল ধ্বংস করার পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
বুধবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, কারেন্ট জাল ধ্বংস করতে না পারলে দেশে ইলিশ মাছ থাকবে না। কারণ বাংলাদেশে মাছের মোট চাহিদার ১২ শতাংশ পূরণ করে ইলিশ মাছ।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মাকসুদুল হাসান খান, মার্কিন রাষ্ট্রদূত মারসিয়া বার্নিকাট এবং ওয়ার্ল্ড ফিশের উপ-মহাপরিচালক ড. প্যাট্রিক ডুগান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতর ইউএসএইডর আর্থিক সহায়তায় বাংলাদেশে ১৫ মিলিয়ন মার্কিন ডলারের পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের জাতীয মৎস্য ইলিশ মাছের মজুদ বৃদ্ধি করা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. সাঈদ আরিফ আজাদ, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া বিষয়ক কান্ট্রি ডিরেক্টর ড. ক্রাইজ মেইমনার এবং ইউএসএইডর পরিবেশ কর্মকর্তা নাথান মাগে প্রমুখ।
এআরএ/আরআইপি