জাপানি হত্যাকাণ্ড : হীরার ছোটভাই তিতাসের জামিন নামঞ্জুর
রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যাকাণ্ডের প্রধান আসাসি হুমায়ুন কবির হীরার ছোট ভাই ইফতে খায়রুল কবির তিতাসের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে তিতাসকে নিম্ন আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ফিরোজ কবীর তার জামিন নামঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে তিতাসের আইনজীবী বদরুল ইসলাম বিব্বু জাগো নিউজকে জানান, গত ৩ অক্টোবর রংপুরের কাউনিয়ায় কাচু আলুটারী গ্রামে হোশি কুনিও হত্যাকাণ্ডের পরদিন ৪ অক্টোবর তিতাসকে গ্রেফতার করে পুলিশ। গত ১০ মার্চ বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় তিতাসকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তিতাসের জামিন আবেদন জানালে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর।
জিতু কবীর/এমএএস/আরআইপি