নাটোরে অজ্ঞান পার্টির খপ্পরে গার্মেন্টস কর্মকর্তা


প্রকাশিত: ০৯:২০ এএম, ২১ অক্টোবর ২০১৫

নাটোরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক গার্মেন্টস কর্মকর্তা। মঙ্গলবার রাত ১১টার সময় ঢাকা থেকে নাটোরে আসার পথে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গার্মেন্টস কর্মকর্তা নাটোর শহরের বলারীপাড়া এলাকার খন্দকার আব্দুস সাত্তারের ছেলে খন্দকার আব্দুস সালাম বাবু (৩৫)।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আব্দুস সালাম বাবু  মঙ্গলবার সন্ধ্যায় ন্যাশনাল ট্রাভেলসে নাটোরে আসার জন্য গাড়িতে উঠেন। পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় তার কাছে থাকা টাকা পয়সা ও মোবাইল সেট নিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে বাসের সুপারভাইজার তাকে অজ্ঞান অবস্থায় নাটোর শহরের মাদরাসা মোড়ে নামিয়ে দিয়ে চলে যায়। টহল পুলিশ দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নাটোর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে নাটোর হাসপাতালের চিকিৎসক ডা. আমিনুল হক লিপন বলেন, বাবুর অবস্থা এখন আশঙ্কামুক্ত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার জ্ঞান ফিরে আসবে।

রেজাউল করিম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।